আন্দোলনের ৯২তম দিনে এসেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে বিক্ষোভে উত্তাল চারুকলা ক্যাম্পাস। বৃহস্পতিবারের (২ ফেব্রুয়ারি) মধ্যে শিক্ষকরা আলোচনায় না বসলে রোববার (৫ ফেব্রুয়ারি) থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন চবির চারুকলার শিক্ষার্থীরা।
বুধবার (১ ফেব্রুয়ারি) চারুকলা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই মূল ফটক বন্ধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। চারুকলার শিক্ষক কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকেই দেখা যায়নি। প্রশাসনিক সব কার্যক্রম ছিল বন্ধ। শিক্ষকরা আলোচনার জন্য আসার কথা থাকলেও পরে তারা আর আসেননি। আন্দোলনকারীরা দীর্ঘক্ষণ অপেক্ষার পরও শিক্ষকরা না আসায় সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারী জহির রায়হান অভি জানান, বৃহস্পতিবারের মধ্যে শিক্ষকরা আলোচনায় না বসলে রোববার থেকে আমরণ অনশন করা হবে। দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। শিক্ষকরা ৯২তম দিনে এসেও যেহেতু কোনো সমাধান দিতে পারেননি, সে কারণে অনশনে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ৯২তম দিনে এসেও সমস্যার সমাধান সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চারুকলা শিক্ষকদের চরম গাফিলতি ও অদক্ষতার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।
গত বছর ২ নভেম্বর মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়া এবং হল, ক্যান্টিন ও আবাসন সমস্যা সমাধানসহ ২২ দফা দাবিতে আন্দোলন শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। পরে অবশ্য তা এক দফা দাবিতে রূপ নেয়। চলমান এ আন্দোলন কয়েক দফা বেড়ে টানা ৮২ দিনে গড়ায়। সবশেষ জেলা প্রশাসনের আশ্বাসে গত ২২ জানুয়ারি দীর্ঘ এ আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। সে সময় সাত দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। শিক্ষার্থীদের দেয়া আলটিমেটাম শেষ হওয়ায় মঙ্গলবার থেকে আবারও অবরোধ শুরু করেছেন চারুকলার শিক্ষার্থীরা।