দৈনিক শিক্ষাডটকম, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, আমরা চাই বিদেশি শিক্ষার্থী চবিতে আসুক। বিদেশি শিক্ষার্থীদের আনার জন্য কোনো ভর্তি পরীক্ষা লাগে না। বিদেশি শিক্ষার্থীদের আমরা অ্যাম্বাসির মাধ্যমে আনব। এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আছে। আমাদের একজন বিদেশি শিক্ষার্থী আছেন। মালদ্বীপ থেকে সে অনলাইনে ক্লাস করে। ঐ শিক্ষার্থী আইন বিভাগে পড়াশোনা করে।
গতকাল সোমবার বিকেলে উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক সাক্ষাতে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা র্যাংকিং কমিটিকে বলে দিয়েছি বিদেশি শিক্ষার্থী আনার ব্যাপারে সচেতন হওয়ার জন্য। আরো সচেষ্ট হতে। অল্প সময়ের মধ্যেই আশা করি বেশ কয়েকজন বিদেশি শিক্ষার্থী পাব। আজ র্যাংকিং কমিটির একটা মিটিং আছে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আসছে সেখানে বিদেশি শিক্ষক এবং শিক্ষার্থী ট্রান্সফার নিয়ে আমরা কথা বলব।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদেশিদের জন্য সংরক্ষিত কোটা থাকলেও গত ২০ বছরেও কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি। এমনকি বিগত সময়ে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদনও করেনি। ফলে তাদের জন্য প্রতি বছর সংরক্ষিত বেশিকিছু আসন খালি থেকে যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ১৯৯০-৯১ থেকে ৯৮-৯৯ শিক্ষাবর্ষ পর্যন্ত অনার্স কোর্সে মোট ১৫ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিল। আর মাস্টার্স কোর্সে ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষ থেকে ২০০২-০৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মাত্র ৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এ ১৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটে। তারা সবাই নেপালের ছিল।