পৃথক দুইটি হত্যা মামলায় সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তিনদিন করে মোট ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে, জুনাইদ আহমেদ পলককে বাড্ডা থানায় সুমন সিকদার, সূত্রাপুর থানায় ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যা মামলায় গ্রেফতার দেখানোসহ সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় রাষ্ট্রপক্ষ এবং বিএনপিপন্থী আইনজীবী আনোয়ারুল ইসলাম রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামির পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ থেকে পলককে গ্রেফতারের কথা জানায় পুলিশ। পরদিন রাজধানীর পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর আরেকটি হত্যা মামলায় তাকে ৭ দিনের রিমান্ডে পাঠায় আদালত।