দৈনিক শিক্ষাডটকম, প্রতিবেদক: আরো ১৪২ টি সরকারিকৃত কলেজে অধ্যক্ষ পদে পদায়ন পেতে যাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যাপকরা। এ প্রতিষ্ঠানগুলোতে অধ্যক্ষ পদে পদায়ন পেতে শিক্ষা ক্যাডার অধ্যাপকদের কাছ থেকে আবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে অধ্যাপকরা সরকারিকৃত প্রতিষ্ঠানগুলো অধ্যক্ষ হতে আবেদন করতে পারবেন। ২৪ ডিসেম্বর পর্যন্ত তারা ই-মেইলে আবেদন করার সুযোগ পাবেন তারা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সোমবার বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এর সঙ্গে ওই ১০৯টি সরকারিকৃত কলেজের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সরকারি কলেজ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের সদ্য সরকারিকৃত এ কলেজগুলোতে অধ্যক্ষ পদে বদলি বা পদায়নের জন্য আগামী ১৪ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ইমেইলে ([email protected]) আবেদন পাঠানোর জন্য বলা হলো।
দৈনিক শিক্ষাডটকমের জন্য ওই ১৪২টি সরকারিকৃত কলেজের তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।