বিভিন্ন মাদরাসার আরো ৪৬৮ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। তাদের কেউ কেউ কেউ গত কয়েক মাসে বিভিন্ন মাদরাসায় প্রধান-সহপ্রধান ও কর্মচারী পদে নিয়োগ পেয়েছিলেন। আবার প্রতিষ্ঠান বা স্তর এমপিওভুক্ত হওয়ায় কেউ কেউ এমপিওভুক্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ১২৫ জন শিক্ষক ও ৩৪৩ জন কর্মচারী। তাদের এমপিওভুক্ত করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। আগস্ট মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বাবদ শিগগিরই তারা বেতনভাতা পাবেন। আর এ মাসে ২২১ জন শিক্ষক অবসরে গিয়েছেন বলে জানা গেছে।
গতকাল রোববার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, বর্তমানে দেশে মোট মাদরাসার সংখ্যা ৯ হাজার ১০২টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। গতকাল রোববারের হিসাব অনুযায়ী, এসব মাদরাসার ১ লাখ ২৭ হাজার ৫০৫ জন শিক্ষক ও ৩৮ হাজার ৬০৬ জন কর্মচারী নিয়মিত এমপিও সুবিধা পাচ্ছেন।
কর্মকর্তারা জানান, গত আগস্ট মাসে এসব শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির আবেদন করেছিলেন। পরে আবেদন সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করে তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। প্রতিমাসেই মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। তবে স্কুল-কলেজের এমপিও কমিটির সভা প্রতি তিনমাসে একবার অনুষ্ঠিত হয়ে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক মো. লুৎফর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রতিমাসেই নতুন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। আবার অনেকে অবসরে যাচ্ছেন। আগস্ট মাসে যারা এমপিওভুক্ত হয়েছেন তাদের মধ্যে আছেন বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ পাওয়া অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও কর্মচারী। আর এর সঙ্গে নতুন এমপিওভুক্ত হওয়া কিছু শিক্ষক কর্মচারীও রয়েছেন।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।