আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল এবং অধিনায়ক লিওনেল মেসি-সবাইকেই হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি অ্যান্তনিও মাতেও লাহোজ।
টাইব্রেকারে গড়ানো ম্যাচটিতে রেকর্ড গড়েছেন রেফারি অ্যান্তনিও মাতেও লাহোজ। এই ম্যাচে দুই দল মিলিয়ে মোট ১৮টি কার্ড দেখিয়েছেন স্প্যানিশ রেফারি।
বিশ্বকাপ ইতিহাসে এটিই এক ম্যাচে সর্বোচ্চ কার্ড দেখানোর রেকর্ড। এর আগে ২০০৬ বিশ্বকাপে পর্তুগাল-নেদারল্যান্ডস ম্যাচে কার্ড দেখানো হয়েছিল ১৬টি।
লুসাইল স্টেডিয়ামের আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচটিতে খেলোয়াড়দের কার্ড দেখানো হয়েছে ১৬টি। আর্জেন্টিনার খেলোয়াড়দের ৮টি, নেদারল্যান্ডস খেলোয়াড়দের ৮টি। এর মধ্যে ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস টাইব্রেকারের পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পান। বাকি দুটি হলুদ কার্ড দেখানো হয় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও তার সহকারী ওয়াল্টার স্যামুয়েলকে।
ভদ্র ফুটবলার হিসেবে পরিচিত মেসিও রেফারির এমন কাণ্ড চরমভাবে ক্ষুব্ধ। নিজের ক্ষোভ সরাসরিই প্রকাশ করেছেন মেসি।