আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ বছর আলিমে ৯২ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২১ খ্রিষ্টাব্দে আলিমে ৪ হাজার ৮৭২ জন আলিম পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিলেন। পাসের হার ছিলো ৯৫ দশমিক ৪৯ শতাংশ। বুধবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়।
জানা গেছে, মাদরাসা বোর্ড থেকে ৯৪ হাজার ৭৬৩ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। ২ হাজার ৬৭৮টি মাদরাসার শিক্ষার্থী এবার আলিম পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন : এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেয়া হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেন। গত ৬ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলে ২২ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম-এর যুগপূর্তির ম্যাগাজিনে লেখা আহ্বান
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।