চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত ত্বরিকত ভিত্তিক অরাজনৈতিক ও আধ্যাত্মিক সংগঠন গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় ৩য় শ্রেণী হতে ৮ম শ্রেণী পর্যন্ত হাজার হাজার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি’২২। বায়েজীদ ২নং জালালাবাদ জোনের পরীক্ষা জোনের পরিচালক কাজী মুহাম্মদ রোকনুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে ফয়যানে হাশেমী ইসলামী সেন্টারে ও কুলগাও সিটি কর্পোরেশন কলেজে অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষার কেন্দ্র ফয়যানে হাশেমী ইসলামী সেন্টারে পরিদর্শনে আসেন আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষার প্রধান পরিচালক ও আঞ্জুমানের নির্বাহী সভাপতি আলহাজ্ব কাজী আবুল ফোরকান হাশেমী, ইসলামী চিন্তাবিদ উপাধ্যক্ষ মাওলানা কাযী মুহাম্মদ কামরুল আহসান, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাষ্টার আলহাজ্ব কাজী নুর মোহাম্মদ, মাষ্টার কাজী জানে আলম, সমাজসেবক কাজী মুহাম্মদ ছগির, গাউছিয়া হাশেমী কমিটির আহবায়ক শাহজাদা কাযী মুহাম্মদ বাহাউদ্দীন হাশেমী, যুগ্ন-আহবায়ক শাহজাদা কাযী মুহাম্মদ জিয়াউদ্দিন হাশেমী, সংগঠক শায়ের মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা তৌহিদুল ইসলাম কাদেরী, মাওলানা নুরুল আলম চিশতী, সাংবাদিক আমানুল্লাহ সৈয়দ, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ এসকান্দর, কাযী মইনুল আহছান প্রমুখ।
পরিদর্শনকালে কাযী ফোরকান হাশেমী বলেন, 'প্রতিটি শিশু জন্ম গ্রহণ করে স্রষ্টা প্রদত্ত মেধা নিয়ে। তবে তা প্রথমে নির্ভর করে তার পরিবারের উপর। একটু বড় হওয়ার সাথে সাথে শিক্ষকের উপর ও পরিবেশের উপর। একটি জাতির মেরদন্ড হলো শিক্ষা। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সুশিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন। আমাদের সংস্কৃতিতে সন্তানদের শিক্ষিত করতে মা-বাবার দুঃশ্চিন্তার অন্ত নাই। কিন্তু সন্তানদের সৃজনশীল, প্রতিযোগিতামূলক, সুস্থ সংস্কৃতি, বাঙ্গালি সংস্কৃতি, মনোবিকাশের দিকে তাদের ততটা আগ্রহ কিংবা গুরুত্ব নেই। শিশু-কিশোরদের স্কুল-কলেজ-মাদ্রাসায় বাঙালি সংস্কৃতি মূল্যবোধ সম্পন্ন সৃজনশীলতা ও মননশীলতার উপর শিক্ষা দিতে হবে। সৃজনশীল প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। এতে শিশুদের সুপ্ত মেধা-মনন বিকশিত হয়।'
কাজী মুহাম্মদ রোকনুজ্জামান বলেন, 'সত্যিকারের মানুষ রূপে গড়ে তোলায় শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। ন্যায়বোধ সম্পন্ন মানুষ না হয়ে শুধুমাত্র শিক্ষিত হলেই একটি জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে শিক্ষিতদের কারণে, মূর্খ কৃষক-শ্রমিকদের কারণে নয়। তাই আমাদের প্রয়োজন সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ সুশিক্ষিত প্রজন্ম। দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে শিশুরা। তাই তাদেরকে মানবিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন আর নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও প্রযুক্তি সুষম ব্যবহারে দক্ষ গড়ে তুলতে না পারলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে না। তাই দেশ-প্রেমিক দক্ষ সুনাগরিক গড়ে তুলতে আসুন আমরা নিজেদের পরিবর্তন করি।' বৃত্তি পরীক্ষা শেষে মিসেস হুমায়রা জামান এর সৌজন্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কলম ও চকলেট বিতরণ করা হয়।