চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছেন ১ লাখ ৯১ হাজার ৪২০ জন পরীক্ষার্থী। এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজিতে।
বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেয়া হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ময়মনসিংহ বোর্ডের মোট শিক্ষার্থীর ১৭ দশমিক ৯৫ শতাংশ ইংরেজিতে ফেল করেছেন। দিনাজপুর বোর্ডে ইংরেজিতে ফেল করেছে মোট শিক্ষার্থীর ১৪ দশমিক ৬৩ শতাংশ।
আরও পড়ুন : এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে
সিলেট বোর্ডের মোট শিক্ষার্থীর ১৪ দশমিক ৪৪ শতাংশ ইংরেজিতে ফেল করেছে। চট্টগ্রাম বোর্ডের মোট শিক্ষার্থীর ১৩ দশমিক ১৫ শতাংশ ইংরেজি ফেল করেছেন। রাজশাহী বোর্ডের ১১ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছেন। যশোর ও বরিশাল বোর্ডের ১১ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছেন।
ঢাকা ও কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা ইংরেজিতে তুলনামূলক কম ফেল করেছেন। ঢাকা বোর্ডের মোট শিক্ষার্থীর ৭ দশমিক ৬৭ শতাংশ এবং কুমিল্লা বোর্ডের ৫ দশমিক ৩৬ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছেন।
আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম-এর যুগপূর্তির ম্যাগাজিনে লেখা আহ্বান
জানা গেছে, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থী। আর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১২ লাখ ৩ হাজারের বেশি পরীক্ষার্থী।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।