নরসিংদীর এমপিওভুক্ত বিভিন্ন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদের জন্য ১২ দিনের ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং কোর্স শুরু হয়েছে। জাতীয় শিক্ষা ব্যবস্হাপনা একাডেমি ((নায়েম) ২৫ তম ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং কোর্সের আয়োজন করে। রোববার নরসিংদী ব্রাহ্মন্দী বালিকা স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
কোর্স উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং কোর্সের কো অর্ডিনেটর ড. নিজামুল করিম, নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোহাঃ মোবারুল ইসলাম, সদর উপজেলার শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন নাজির, নায়েমের প্রশিক্ষক তৌহিদ হোসেনসহ অনেকে।
নরসিংদীতে ৫টি ভেন্যুতে ২০০ এমপিওভুক্ত ইংরেজি শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। ভেন্যুগুলো হলো, নরসিংদী সদর, শিবপুর, বেলাব, মহোহরদী, রায়পুরা। প্রতিটি প্রতিটি প্রশিক্ষণ ভেন্যুতে ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সুজিত কুমার দাস দৈনিক শিক্ষাডটকমকে জানান, এ প্রশিক্ষণ ইংরেজি ভাষার ৪টি দক্ষতাসহ অন্য সব জ্ঞান অর্জনে বড় সহায়ক হবে। শিক্ষার্থীদের পাঠদান অধিকতর সহজ হবে। শিক্ষার্থীরা ইংরেজি শিখতে সহায়ক হবে।
সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, এ প্রশিক্ষণে নতুন কিছু শেখা যাবে, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি পাবে, শিক্ষার্থীদের সহজভাবে ইংরেজি শেখানো যাবে।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.মাসুম বিল্লাহ দৈনিক শিক্ষাডটকমকে জানান, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষকের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এতে তরুণ প্রজন্ম শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝড়ে পড়া কমে যাবে বলে আমি মনে করি।