ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত ৭ জন নিহত এবং আহত শতাধিক। এক বিবৃতিতে শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইহোর ক্লাইমেনকো।
অর্থোডক্স ক্যালেন্ডার অনুযায়ী শনিবার (১৯ আগস্ট) ইউক্রেনে ছুটির দিন ছিল। এ দিনেই শহরটিতে ভয়াবহ হামলা চালালো রুশ বাহিনী। ইহোর ক্লাইমেনকো বলেন, একটি বিশ্ববিদ্যালয় ও থিয়েটারে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। এ ঘটনায় ১১ শিশু গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। তার মায়ের অবস্থাও গুরুতর। মেয়েটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে পুলিশ। কিন্তু অতিরিক্তি রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা আর বাঁচাতে পারেননি।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে। শহরের ব্যস্ততম এলাকায় হামলায় ছোটাছুটি শুরু করে দেয় স্থানীয়রা। অনেকে আতঙ্কে দৌড়ে পালাতে থাকে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষয়ক্ষতির কিছু ছবি তাৎক্ষণিক সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এতে দেখা গেছে, বেশ কিছু অবকাঠামো ও গাড়ি ক্ষতিগ্রস্ত। ক্ষেপণাস্ত্রের আঘাতে আশপাশে ধোঁয়া উড়ছে। পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন বাসিন্দারা।
শহরটিতে কিছু সময়ের জন্য বিমান হামলার সাইরেন বাজতে থাকে। বাসিন্দারা যে যার মতো নিরাপত্তা স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।
সূত্র: সিএনএন