সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, আজ শিক্ষার্থীদের পরীক্ষা ছিলো। গতকাল শনিবার রাত পর্যন্ত ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রিন্সিপাল সঙ্গে কথা বলেছি।
তারা বললো শিক্ষকদের সঙ্গে কথা বলেছে, অভিভাবকদের সঙ্গে কথা বলেছে। তারা আশ্বাস দিয়ে বললেন কিছু হবে না। এর পরে দুপুর সোয়া একটায় কিছু বোঝার আগেই সিসিটিভিতে দেখি প্রচুর ছেলে-মেয়ে এসেছে। গেট ভেঙে ঢুকেছে। ইচ্ছেমত ভাঙচুর করেছে। গাড়ি ভাঙচুর করেছে। গ্যাস লাইন ছেড়ে দিয়েছে।
রোববার অন্তত ৩৫টি কলেজের শিক্ষার্থীদের ভাঙচুরের ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ কাকলি মুখোপাধ্যায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের মার্কশিট, খাতা, ল্যাপটপ কিছুই নাই। আমি ঢাবিতে জানিয়েছে। প্রোভিসি বলেছিলেন অ্যাপ্লিকেশন পাঠাতে।
ভাঙচুরের জন্য তাও পাঠাতে পারিনি। এরা কি ছাত্র হতে পারে? এতো নাশকতা তো ছাত্র করতে পারে না।