সারাদেশের সরকারি হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করা হচ্ছে। তা নতুন ২০২৪-২৫ অর্থ বছর থেকে কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে দেখা করার পর এসব তথ্য মেডিভয়েসকে জানিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সাধারণ সম্পাদক ডা. সাদেকুল ইসলাম।
জানতে চাইলে তিনি বলেন, ‘স্যার (স্বাস্থ্যমন্ত্রী) বলেছেন, তোমাদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। তোমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে, আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে।’
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জাবের মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক ডা. মাহামুদুল হাসান ইউসুফ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. তাহমিন ইনতিসার শাফিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মাসুমুল হাসান আলিফসহ প্রমুখ।