ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ স্নাতক (সম্মান) প্রথমবর্ষে চূড়ান্ত ভর্তি আজ রোববার (২৯ জানুয়ারি) শুরু হচ্ছে। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম থেকে সপ্তম মেধাতালিকার শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে এ ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জানুয়ারি থেকে প্রথম থেকে সপ্তম মেধাতালিকা থেকে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে। যা চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ভর্তি ফি সর্বমোট ‘এ’ ইউনিটে ১২ হাজার ১৫ টাকা, ‘বি’ ১০ হাজার ৫১৫ এবং ‘সি' ইউনিটে ১০ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গুচ্ছের মাধ্যমে ৫ হাজার টাকা নেওয়া হয়েছে। সরাসরি ভর্তির সময় শিক্ষার্থীদের টাকা বাদ দিয়ে টাকা জমা দিতে হবে।
ভর্তির সময় শিক্ষার্থীদের আবেদন পত্রের সঙ্গে দুই কপি ছবি, এসএসসি ও এইচএসসি পাশের মূল ট্রান্সক্রিপ্ট (ফেরত-যোগ্য) নিয়ে আসতে হবে। সেটি না থাকলে মূল সনদ আনতে বলা হয়েছে। কোনো শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকলে সে সকল শিক্ষার্থীদের বিভাগীয় সভাপতির সুপারিশক্রমে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ার জন্য সপ্তাহ সময় প্রদান সাপেক্ষে ভর্তির অনুমতি দেয়া হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) জানা যাবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয় আসন ফাঁকা রেখে ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও আসন খালি রেখে প্রথমবর্ষের ক্লাস ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে।