আসন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকরা। দেশের বিরাজমান পরিস্থিতির প্রতিবাদ ও কেন্দ্রীয় জিয়া পরিষদের পরামর্শের আলোকে এমন সিদ্ধান্ত নিয়েছে ইবির বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ।
শনিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত জিয়া পরিষদের সাধারণ সভায় শিক্ষক সমিতির নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। পাশাপাশি জিয়া পরিষদের সদস্যদেরও নির্বাচন থেকে বিরত থাকতে বলা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো.আব্দুস সামাদ
নির্বাচন কবে নাগাদ হলে অংশ নিতে পারবেন, এমন প্রশ্নের জবাবে ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া বলেন, আমাদের কাছে এমন কিছু জানতে চাওয়া হয়নি। তারা যদি জানতে চায়, তখন বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হবে।
এর আগে গত ৫ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচনের রির্টানিং অফিসার অধ্যাপক মো. মিজানুর রহমান। ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বর (রোববার) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা নেয়া হবে ১২ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর দেড়টায় নির্বাচন কমিশনারের অস্থায়ী কার্যালয়ে (অনুষদ ভবনের ১২৯ নম্বর কক্ষ) মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থীরা লিখিত আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করার সময় দেয়া হয়েছে ১৩ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত। ওই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরে ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে চলবে ভোটগ্রহণ।