নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, র্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, নীরবতা পালনসহ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। পরে সেখানে উপাচার্য ও উপ-উপাচার্যকে গার্ড অব অনার দেন বিশ্ববিদ্যালয় বিএনসিসির সদস্যরা। পরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপাচার্য।
এরপর সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর একে একে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিটি), বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন হল ,বিভাগ ও সাংবাদিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীর শহীদের স্মরণে এক মিনিটি নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।