ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১০ মে)। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu ac.bd) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১০ মে) রাত ১১টা ৫৯ মিনিট থেকে ২১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
‘ডি’ ইউনিটে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি বিভাগ ও কলা অনুষদের একটি বিভাগে মোট ৩২০ টি আসন রয়েছে। আবেদন শেষে আগামী ৫ জুন এই অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu ac.bd) ভতির আবেদন করা যাবে। আবেদনের ন্যূনতম যোগ্যতা হলো, বিজ্ঞান শাখার জন্য এসএসসি ও এইচএসসি ও সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ সহ সর্বমোট জিপিএ ৮, মানবিক শাখার জন্য এসএসসি এইচএসসি ও সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ সহ সর্বমোট জিপিএ ৬, বাণিজ্য শাখার জন্য এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩সহ সর্বমোট জিপিএ ৬ দশমিক ৫০ এবং কারিগরি শাখার জন্য এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩ দশমিক ২৫সহ সর্বমোট জিপিএ ৬ দশমিক ৭৫ থাকতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা।