ফিলিস্তিন ইস্যু নিয়ে প্রথম থেকেই সরব তুরস্ক। এরই ধারাবাহিকতায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যের বাইরের দেশগুলো ইসরায়েলকে সমর্থন করার নামে ‘আগুন উসকে দিচ্ছে।’ আজ বুধবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এরদোয়ান বলেন, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে শান্তি ও যুদ্ধবিরতিতে সাহায্য হবে। গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফিলিস্তিন ইস্যু নিয়ে ফোনালাপ করেন এরদোয়ান। এ সময় পুতিন তাকে অবরুদ্ধ গাজায় পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
ক্রেমলিন জানায়, ফোনালাপে দুই নেতা গাজা উপত্যকায় বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় এবং সেখানে মানবিক পরিস্থিতির বিপর্যয়কর অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও আবাসিক এলাকা এবং ধর্মীয় স্থানগুলোতে ইসরায়েলের ‘অগ্রহণযোগ্য’ হামলা নিয়েও আলোচনা করেন তারা।
দুই নেতা বলেন, রাশিয়া এবং তুরস্কের অবস্থান কার্যত একই। দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকেই তাদের মনোযোগ বেশি।