# ঢাকা শহরের প্রাণকেন্দ্র, মগবাজারে অবস্থিত ঐতিহ্যবাহী ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।
# এই প্রতিষ্ঠানটি একটি এম,পি,ও ভুক্ত ব্যতিক্রম ধর্মী নারী শিক্ষা প্রতিষ্ঠান।
# বিগত বছরের রয়েছে অত্র কলেজে ১০০% পাস সহ ৭০% এ+ পাওয়ার গৌরব এবং ঢাকা বিভাগের শ্রেষ্ঠ
শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন সহ অন্যান্য সাফল্য।
# প্রতিষ্ঠানটিতে পাঠদানে রয়েছে বিষয় ভিত্তিক নিবেদিত প্রাণ মাস্টারট্রেইনার শিক্ষক সহ অভিজ্ঞ
শিক্ষকমণ্ডলী যারা অধিকাংশই প্রধান বোর্ড পরীক্ষক এবং পরীক্ষক।
# অত্র প্রতিষ্ঠানে রয়েছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ।
# রয়েছে সুসজ্জিত মাল্টিমিডিয়া ক্লাস রুম, লাইব্রেরী, নিজস্ব ক্যান্টিন, বঙ্গবন্ধু কর্ণার, নিজস্ব জেনারেটর।
# বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে রসায়ন , পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ের জন্য পৃথক আধুনিক ল্যাবরেটরী।
# ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আছে আধুনিক শেখ রাসেল ডিজিটাল আইসিটি ল্যাব।
# সহশিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাইন্স ক্লাব, ডিবেটিং ক্লাব, ইনডোর ও আউটডোর গেম, বাৎসরিক শিক্ষাসফর এবং নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম।
# মেধাবী শিক্ষার্থী এবং এ+ প্রাপ্তদের জন্য রয়েছে এককালীন বৃত্তির ব্যবস্থা।
# তাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক
বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৪.০
ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য জিপিএ ৩.০
মানবিক বিভাগের জন্য জিপিএ ২.৫
প্রাপ্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের সময় প্রথম চয়েস লিস্টে ইস্পাহানী বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় সিলেক্ট করো।
# ভর্তি ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করতে:
০১৭১১-৯৪৪৭২০, ০১৭২৪-০১৬০৩০, ০১৬৭১-৬৬২৫২৬,
অনলাইনে আবেদন করতে স্ক্রিনে দেয়া ওয়েবসাইটে ভিজিট করো http://xiclassadmission.gov.bd/