ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। থামানো যাচ্ছেনা সন্তানহারা মা-বাবার আহাজারি। এলাকায় নেমেছে শোকের ছায়া।
মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের নাপিতখালি গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, শিশু সোনালী স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় আর তার বোন রূপালী প্রথম শ্রেণিতে লেখাপড়া করতো।
স্থানীয় ইউপি সদস্য মো. মামুন হোসেন দৈনিক শিক্ষাডটকমকে জানান, মঙ্গলবার সকালে ঝালকাঠি সদরের দরিয়ারপুর গ্রামের দিন মজুর মো: কামাল হাওলাদারের দুই মেয়ে ৮ বছরের সোনালি আক্তার ও ৬ বছরের রূপালী আক্তার মা লাভলী বেগমের সাথে পাশের গ্রাম নাপিতখালিতে নানা বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে যায়। পরে মা লাভলী আক্তার দুই বোনকে নানা বাড়িতে রেখে স্বামীর বাড়িতে চলে যান। দুপুরে দুই বোন নানা বাড়ির কাছের নাপিতখালি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে বিকেলে স্বজনরা ওই খাল থেকেই তাদের মরদেহ উদ্ধার করে। দুই সন্তানকে হারিয়ে মা-বাবা এখন পাগল প্রায়। তাদের আহাজারি থামানো যাচ্ছেনা। ঈদের চতুর্থ দিনে এ ঘটনায় এলাকায় নেমেছে চরম শোকের চায়া।
ঝালকাঠি সদর থানার এসআই মো. খোকন হাওলাদার দৈনিক শিক্ষাডটকমকে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।