পশ্চিম উগান্ডার একটি স্কুলে হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় সশস্ত্র ধর্মীয় গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।
হামলায় নিহতের মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থী আছে কি না জানায়নি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) সীমান্তবর্তী এমপন্ডওয়ে এলাকার লুবিরিরা মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ বলছে, গতকাল শুক্রবার (১৬ জুন) এ হামলা চালায় ডিআরসির অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) উগান্ডা শাখা।
আরো বলা হচ্ছে, হামলার পর সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের পিছু নেয় সেনাবাহিী।
সূত্র : বিবিসি