উন্নত বিশ্বের মতো দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ঋণ কর্মসূচি চালুর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। উন্ন বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ঋণ দেয়া ও পরে কর্মজীবনে প্রবেশের পর বা অন্য কোনোভাবে তা পরিশোধ করার নিয়ম আছে। দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ সুবিধা চালু করতে সরকারকে উদ্যোগ নেয়ার সুপারিশ করেছে কমিশন।
ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনটি গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেয়া হয়েছে। এতো মোট ১৭ দফা সুপারিশ করেছে কমিশন।
শিক্ষার্থীদের জন্য শিক্ষাঋণ চালু নিয়ে কমিশনের সুপারিশে বলা হয়েছে, উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নকালে শিক্ষার্থীদের শিক্ষা ঋণ দেয়া এবং পরবর্তীতে কর্মজীবনে প্রবেশের পর বা অন্য কোনোভাবে তা পরিশোধ করার নিয়ম-পদ্ধতি বিদ্যমান। সেই আলোকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে এনডাউমেন্ট তহবিল গঠন কারে শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ কর্মসূচি চালু করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করতে পারে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।