দৈনিক শিক্ষাডটকম, পাবনা: বিদ্যালয়ের অফিস রুমেই মনোয়ারা খাতুন নামের শিক্ষিকাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রোববার (২৪ মার্চ) সকালে পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে।
বর্তমানে আনোয়ার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা এবং উপজেলার আন্ধাকোঠা গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের মেয়ে। আর শফিকুল বিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের শিক্ষক। তিনি ওই ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের আবু জাফর সরদারের ছেলে।
ভুক্তভোগী জানান, শফিকুল তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করার পাশাপাশি বাজে কথা বলেন। এছাড়া ঘটনার দিন শফিকুল তার নির্ধারিত চেয়ারে না বসে ভুক্তভোগীর চেয়ারে বসেন। এসবের প্রতিবাদ করায় অফিস কক্ষের মধ্যেই তাকে মারধর করে গুরুতর জখম করা হয়। তবে এ ঘটনায় শফিকুল নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
সুজানগর হাসপাতালের চিকিৎসক ফারজানা জানান, মনোয়ারার মাথা ফেটে যাওয়ায় সেলাই দেওয়া হয়েছে।
সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান, ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।