পাঁচ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাওয়ের দিন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে দেখে ভুয়া শ্লোগান দিয়েছিলেন বলে অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। শিক্ষার্থীরা উপদেষ্টা নাহিদকে দেখে ভুয়া শ্লোগান দেননি বলে নিশ্চিত করেছেন আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান।
তিনি বলেন, 'উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্যের সময় তাকে জবি শিক্ষার্থীরা ভুয়া বলেছে' বলে লীগের অনেক পেজ প্রচারণা চালাচ্ছে। আমরা আন্দোলনকারী শিক্ষার্থীরা স্পষ্ট করে দিতে চাই, উপদেষ্টা নাহিদ ইসলামকে কোনো শিক্ষার্থী ভুয়া বলেননি। বরং যে সচিব আমাদের সাথে দেখা করেননি শিক্ষার্থীরা তাকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে এবং সেই সচিবের বিচার চেয়েছে।
আরেক শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আমরা নাহিদ ইসলাম ভাইয়ের সাথে আছি। জবিয়ানরা তাদের অধিকার আদায়ের স্লোগান হিসেবে 'আর্মি হবে ঠিকাদার, সব সালারা বাটপার' এই শ্লোগান শুরু থেকেই দিয়ে আসছে। গত সোমবার সচিবালয়ের সামনে আমরা একই স্লোগান দিয়েছি। কিন্তু সেই স্লোগানকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। বিপ্লব পরবর্তী গঠিত সরকারকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি। তাদের ভুল হলে সেগুলো নিয়েও সমালোচনা করছি। কিন্তু সরকারকে বেকায়দায় ফেলার মতো কোন কাজ জবিয়ানরা করছে না, করবেও না।
আরেক শিক্ষার্থী জিহাদ ইসলাম শাওন বলেন, নাহিদ ভাই আন্তরিকতার সাথে জবিয়ানদের সমস্যার কথা শুনেছে। তার পক্ষ থেকে সমস্যা সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে। জবিয়ানদের উদ্দেশ্যে তার বলা 'আপনারাই আমার বৈধতা' একটা ঐতিহাসিক উদ্ধৃতি হয়ে থাকবে। জবিয়ানরা নাহিদ ভাইকে ভুয়া বা বাটপার বলেনি। দ্বিতীয় ক্যাম্পাসের কাজে দূর্ণীতির সাথে জড়িতদের বাটপার বলেছিলো।
প্রসঙ্গত, গত সোমবার সচিবালয় এলাকা জবি শিক্ষার্থীদের আন্দোলন চঅলাকআলে সেখানে তাদের সঙ্গে কথা বলতে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সেখানে আগে থেকেই জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজের পেছনের দূর্নীতিবাজদের বাটপার বলে শ্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা। এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিলো। এ ছাড়া সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে অসম্মানজনক আচরণকারীদের ভূয়া বলেন তারা। যে শ্লোগানকে উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে দেয়া হিয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে একটি পক্ষ।