উপবৃত্তির জন্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির গুণগত মান ও সচ্ছতা নিশ্চিত করার জন্য প্রথম সভা আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় কারিগরি অধিপ্তরের মহাপরিচালকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়েছে। সোমবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির বিষয়টির গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সারা দেশ থেকে ৩৭টি আবেদনে পাওয়া তথ্য অধিকতর পর্যালোচনা করার জন্য গত ১৭ এপ্রিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশ মোতাবেক গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।
সভায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) সভাপতিত্বে মহাপরিচালকের সম্মেলন এ আয়োজন করা হয়েছে।
সভায় উপবৃত্তি কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্তির আবেদন ফর্মের তথ্য যাচাই করা, ব্যানবেইসের ইআইআইএন নম্বরের সঠিকতা যাচাই করা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পাঠদানের অনুমোদন যাচাই করা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডর প্রতিষ্ঠান কোডের সঠিকতা যাচাই করা, যাচাই করে উপবৃত্তি কার্যক্রমে অন্তর্ভুক্তির যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সুপারিশ করা। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বলা হলো।