দৈনিক শিক্ষাডটকম, বোয়ালমারী (ফরিদপুর): উপবৃত্তির টাকা নিতে বোয়ালমারীতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ছেলেমেয়েকে একসঙ্গে দুটি স্কুলে ভর্তি করানোর অভিযোগ পাওয়া গেছে।
যদিও নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী দুটি স্কুলে ভর্তি হতে বা পড়ালেখা করতে পারবেন না।
কিন্তু এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তার দুই সন্তানকে এক সঙ্গে দুটি প্রতিষ্ঠানে ভর্তি করেছেন এবং উপবৃত্তির সুবিধা পাচ্ছেন।
জানা যায়, স্কুলশিক্ষিকা সিমা রানী কর্মকার সাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তার নিজের কর্মরত প্রতিষ্ঠান সাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজের ছেলেমেয়েকে ভর্তি করেন।
ছেলে ৪র্থ শ্রেণিতে পড়েন, যার রোল নম্বর-১ ও মেয়ে ৫ম শ্রেণিতে পড়েন, যার রোল নম্বর-৩।
একইসঙ্গে বোয়ালমারী নিউ মডেল প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ছেলেকে ৪র্থ শ্রেণিতে ভর্তি করেন। সেখানে তার রোল নম্বর-১৯ এবং মেয়ে ৫ম শ্রেণিতে ভর্তি করেন। যার রোল নম্বর-৩৮।
ওই শিক্ষার্থীরা দুই প্রতিষ্ঠানেই দু’একদিন পরপর ক্লাস করেন।
স্কুলশিক্ষিকা সিমা রানী কর্মকার বলেন, আমার ছেলেমেয়েরক দুটি বিদ্যালয়ে ভর্তি করেছি, তাতে সমস্যা কি? এভাবে অন্য শিক্ষিকার ছেলেমেয়েও দুই স্কুলে লেখাপড়া করে। আমার নিজের স্কুলে ওরা প্রথম শ্রেণি থেকে পড়ে আসছে। এখন ওদের নিরাপত্তার জন্য বাসার কাছে নিউ মডেল প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ভর্তি করেছি।
সাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা আখতার বলেন, বিষয়টা আমার জানা ছিলো না। এজন্য তার ছেলেমেয়ে মাঝে মাঝে স্কুলে আসে না।
তবে তিনি বলেন অসুস্থতার কারণে তারা স্কুলে আসতে পারেন না। তার ছেলেমেয়ে ক্লাস ওয়ান থেকে আমাদের স্কুলের শিক্ষার্থী। সে হিসেবে তারাও উপবৃত্তি সম্মানী ভাতা পেয়ে থাকেন। তবে প্রতি মাসে তিনদিন অনুপস্থিত থাকলে ওই মাসের সম্মানী ভাতা পাবে না।
তারা যদি অন্য স্কুলে ভর্তি হয়, তাহলে বিষয়টা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউ মডেল প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক পরেশ কুমার চক্রবর্তী বলেন, একজন শিক্ষার্থী দুই স্কুলে ভর্তি হতে পারবেন না। তবে এমনটি কেউ করে থাকলে তার ভর্তি বাতিল করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া বলেন, এমন অভিযোগ আগে আমরা পায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে যদি কোনো শিক্ষার্থী দুটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে, তাহলে একটি বিদ্যালয়ের ভর্তি বাতিল করা হবে।