এইচএসসি পরীক্ষায় সোমবার সারাদেশে ৬ হাজার ৫১১ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হননি।
সোমবার সকালে এইচএসসির মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র, চারু ও কারুকলা দ্বিতীয় পত্র ও নাট্যকলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে এইচএসসির পরিসংখ্যান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র ও ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন আলিম ও এইচএসসি বিএম-বিএমটির কোনো পরীক্ষা ছিলো না। পরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে।
জানা গেছে, এদিন সকালে ও বিকেলে নয়টি সাধারণ বোর্ডের অধীনে ১ হাজার ৫১৯টি কেন্দ্রে এইচএসসির পরীক্ষায় ২ লাখ ৮৯ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৮৩ হাজার ২২৩ জন। অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৫১১ জন।
জানা গেছে, ঢাকা বোর্ডের ১ হাজার ৩৪০ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৪৪৩ জন, কুমিল্লা বোর্ডের ৬৬৩ জন, যশোর বোর্ডের ১ হাজার ৪১ জন, চট্টগ্রাম বোর্ডের ১২০ জন, সিলেট বোর্ডের ১৬০ জন, বরিশাল বোর্ডের ৬৫৫ জন, দিনাজপুর বোর্ডের ৭৪৮ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩৪১ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
আগামীকাল মঙ্গলবার সকালে এইচএসসির উচ্চতর গণিত প্রথম পত্র, ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং বিকেলে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র ও সংস্কৃত প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন আলিমের জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আর এদিন সকালে এইচএসসি বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির লাইফ স্কিল ডেভেলপমেন্ট ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট -২ এবং বিকেলে একাদশ শ্রেণির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১, সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস ও মানব সম্পদ ব্যবস্থাপনা-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।