চলমান এইচএসসি পরীক্ষার ৫০টি খাতা রাস্তায় হারিয়ে ফেলা শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। খাতা হারিয়ে ফেলা ওই শিক্ষকের নাম মো. ইব্রাহিম হুসাইন। তিনি রাজধানীর মিরপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রভাষক। বুধবার রাতে তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
জানা গেছে, শিক্ষক ইব্রাহিম হুসাইন বুধবার ঢাকা বোর্ড থেকে খাতাগুলো নিয়ে মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। মিরপুরে তার মোটরসাইকেল থেকে খাতার একটি বান্ডেল পড়ে যায়।
কাফরুল থানা পুলিশ জানিয়েছে, বুধবার সকালে মিরপুর-১০ নম্বরের গোল চত্বরে ঢাকা শিক্ষা বোর্ডের ৫০টি খাতা পেয়ে কিছু লোক থানায় নিয়ে যান। খাতাগুলো চলতি বছরের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের ছিল।
ঢাকা বোর্ড জানিয়েছে, ঢাকা বোর্ডের সেকশন অফিসার মো. সামসুজ্জামান মৃধা লিখিত পরীক্ষার খাতাগুলো কাফরুল থানা থেকে সংগ্রহ করে বোর্ডে নিয়ে আসেন। খাতা হারিয়ে ফেলার পর শিক্ষক মো. ইব্রাহীম হুসাইন বোর্ডের যোগাযোগ করে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হারিয়ে ফেলা খাতাগুলোর পরীক্ষক মো. ইব্রাহীম হুসাইনকে শিক্ষা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো।
গত ৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ঢাকা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হয় ১০ নভেম্বর। লিখিত পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে ২২ ডিসেম্বর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।