আজ বুধবার দুপুরে এইচএসসি ও সমমানের ফল পাওয়া যাবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে ও এসএমএসের মাধ্যমে ফল পাবেন শিক্ষার্থীরা।
সোমবার (৬ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও সব শিক্ষা বোর্ডের রেজাল্টের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ফল জানা যাবে। এ ওয়েবসাইটে প্রবশে করে পরীক্ষার্থীদের পরীক্ষার নাম, পাসের বছর, বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এন্ট্রি দিতে হবে। যিনি ফল দেখতে চাচ্ছেন তিনি রোবোট নন তা যাচাইয়ে একটি যোগ অংক করতে দেয়া হবে। যে যোগফল এন্ট্রি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন।
জানা গেছে, বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের তথ্য দিয়ে প্রতিষ্ঠানের ফল সংগ্রহ করতে হবে কলেজকে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে (https://dhakaeducationboard.gov.bd/) রেজাল্ট কর্নারে ইআইআইএন এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তি রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এছাড়া নির্ধারিত ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারের ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফল ডাউনলোড করে প্রকাশ করতে কলেজগুলোকে পরামর্শ দেয়া হয়েছে।
এসএমএসে মিলবে ফল :
ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এজন্য মুঠোফোনের ম্যাসেজ অপশনে হিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে (ঢাকা বোর্ডের ক্ষেত্রে Dha) পরীক্ষার্থীর রোল নম্বর টাইপ করে স্পেস দিয়ে 2022 লিখে তা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
উদাহারণ : HSC<>Board name (First 3 letter) <> Roll<>2022
এদিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, অনলাইন ওয়েবসাইট ও এসএমএস ছাড়াও বরিশার শিক্ষা বোর্ডের অ্যাপ ব্যবহার করে বোর্ডের এইচএসসির ফল জানা যাবে।