এইচএসসি আগস্টে - দৈনিকশিক্ষা

এইচএসসি আগস্টে

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু করার পরিকল্পনা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসছে শিক্ষা বোর্ডগুলো। এ পরীক্ষা আরো মাসখানেক পিছিয়ে আগস্টে শুরু হবে। এ নিয়ে শিক্ষা বোর্ডগুলোতে আলোচনা শুরু হয়েছে। পরীক্ষা এক মাসে পিছিয়ে আগস্টের শেষার্ধ্বে আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা প্রশাসন। এ সিদ্ধান্তের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে জানানো হয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে পরীক্ষা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ঢাকা বোর্ড সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছে। 

উচ্চমাধ্যমিকে শিক্ষাক্রম দুই বছরের জন্য নির্ধারিত হলেও ২০২১ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা শেষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছিলো গত বছরের ২ মার্চ। তারাই এ বছর এইচএসসি পরীক্ষায় বসবেন। জুলাইয়ে পরীক্ষা নিলে তারা সময় পাবেন সাকুল্যে সোয়া এক বছর। ২০২৩ খ্রিষ্টাব্দে এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। তবে, প্রশ্নপত্রের ধরন হবে আগের মতোই। করোনার সময় বেশি সংখ্যক প্রশ্নপত্র থেকে কম প্রশ্নের উত্তর দেয়ার সুযোগ রাখা হলেও এবার সেই সুবিধা পাবেন না পরীক্ষার্থীরা। মানে পাঠ্যসূচি পুনর্বিন্যাস হলেও পরীক্ষার প্রশ্নপত্র হবে স্বাভাবিক সময়ের মতোই। 

আরো পড়ুন : জুলাই নয়, আগস্টে হতে পারে এইচএসসি পরীক্ষা

এ পরিস্থিতিতে জুলাইয়ে এইচএসসি পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা আপত্তি তুলেছেন। বিষয়টি শিক্ষা প্রশাসনের কর্তাদের নজরেও এসেছে। তারা শিক্ষার্থীদের স্বার্থ চিন্তা করে এইচএসসি পরীক্ষা কিছুটা পেছানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।  

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি সূত্র দৈনিক আমাদের বার্তাকে জানায়, পরীক্ষা শুরুর সময় পুনর্বিবেচনা করা হচ্ছে। পরীক্ষার্থীদের স্বার্থে কিছুটা পেছাতে পারে। মাসখানেকের মত পরীক্ষা পিছিয়ে যেতে পারে। আগস্ট মাসের দ্বিতীয়ার্ধ্বে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এ সিদ্ধান্তের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে জানানো হয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে পরীক্ষা শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এদিকে আগামী ৩০ এপ্রিল থেকে এইচএসসির টেস্ট পরীক্ষা শুরুর কথা ছিলো। তা এক মাস পিছিয়ে দেয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা আগামী ৩০ মে থেকে শুরু হবে। ২১ জুন পর্যন্ত এ পরীক্ষা চলবে। এসময়ের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা দিতে কলেজগুলোর অধ্যক্ষদের বলেছে শিক্ষা বোর্ডগুলো। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার দৈনিক আমাদের বার্তাকে বলেন, জুলাইয়ে পরীক্ষা নেয়ার বিষয়ে শিক্ষক শিক্ষার্থীরা কিছু আপত্তি তুলেছেন, যা আমাদের নজরে এসেছে। আমরা তাই এ বিষয়ে পরীক্ষা কিছুটা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগস্টে পরীক্ষা আয়োজন করা হতে পারে।

৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027730464935303