এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী বোর্ড ঘেরাও - দৈনিকশিক্ষা

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী বোর্ড ঘেরাও

রাজশাহী প্রতিনিধি |

পরীক্ষা পেছানো নয়তো ৫০ মার্কের পরীক্ষার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে ২০২৩ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে আন্দোলন করে এসব শিক্ষার্থীরা। 

আন্দোলনরত রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ফরহাদ মাহমুদ জানায়, ২০২০ সালের আগ পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীরা দুই বছর করে সময় পেয়েছে পুরো সিলেবাস শেষ করার। এর পরের পরীক্ষার্থীরা করোনার কারণে আড়াই বছর সময় পায়। তবে আমরা অর্থাৎ ২০২৩ ব্যাচের পরীক্ষার্থীরা মাত্র দেড় বছর সময় পেয়েছি পুরো সিলেবাস শেষ করার। তাই আমাদের দাবি, হয় পরীক্ষা পেছানো হোক, নয়তো ১০০ মার্কের পরিবর্তে ৫০ মার্কে পরীক্ষা নেওয়া হোক।

এই দাবি আদায়ে সারাদেশের এইচএসসি পরীক্ষার্থীরা আন্দোলন করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করেছি। 

বেলা সাড়ে ১১টার দিকে নগরীর জিরো পয়েন্ট থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে লক্ষ্মীপুরে অবস্থিত রাজশাহী শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা দেয়। এ সময় তাদের সামনে ও পেছনে বোয়ালিয়া থানা, রাজপাড়া থানা ও গোয়েন্দা শাখার পুলিশ সদস্যরা অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি শিক্ষা বোর্ডের সামনে গেলে শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ন কবির কার্যালয় থেকে বের হয়ে আসেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ৫ জন প্রতিনিধিকে তিনি বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন এবং সকলের সুবিধার্থে শিক্ষা বোর্ডের প্রধান ফটক ছেড়ে দাঁড়াতে অনুরোধ করেন। পরে শিক্ষার্থীরা বোর্ড চেয়ারম্যানের কাছে তাদের দাবি তুলে ধরে এবং ফিরে যায়।

রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ন কবির বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের ৫ জন প্রতিনিধিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে ব্যবস্থা করে দিয়েছি। পরীক্ষা পরীক্ষার মতোই হবে। মাননীয় শিক্ষামন্ত্রী আইসিটি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন, ২৫ মার্কের প্রাকটিক্যাল এবং ৭৫ এর স্থানে ৫০ মার্কের থিউরি পরীক্ষা হবে। এটি সরকারি পর্যায়ের সিদ্ধান্ত। আমাদের কাছে সরকারি পর্যায়ের যে সিদ্ধান্ত আসবে আমরা সেটি বাস্তবায়ন করবো। পরীক্ষার বিষয়ে এর বাইরে আমাদের কিছু করার নেই।

মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা - dainik shiksha অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ - dainik shiksha সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল - dainik shiksha জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় - dainik shiksha শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0043787956237793