এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে প্রকাশ হবে। ২৬, ২৭ বা ২৮ নভেম্বর ফল করতে চায় শিক্ষা বোর্ডগুলো। তিন দিনের যেকোনো একদিন ফল প্রকাশের তারিখ নির্ধারণে বোর্ডগুলো পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে ফল প্রকাশের দিন-তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। মঙ্গলবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডগুলো মোর্চা আন্তঃশিক্ষা বোর্ডে সম্বনয় কমিটি সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, ২৬, ২৭ বা ২৮ নভেম্বরের ফল যেকোনো একদিন ফল প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর যেদির ফল প্রকাশের অনুমতি দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে।
কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরপত্র দেখা শেষে সেগুলো পরীক্ষকরা জমা দিয়েছেন। ইতোমধ্যে নম্বর ইনপুট দেয়ার কাজ চলছে। নভেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের জন্য কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।
গত ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৫ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন