এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের ৮৮ দশমিক ০৯ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। গতবছর অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দে এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় পাসের হার ছিলো ৯১ দশমিক ২৫ শতাংশ। এবার কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার কমেছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কারিগরি শিক্ষাবোর্ডে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল জানান বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী মো. রকিব উল্লাহ।
বোর্ড জানিয়েছে, চলতি বছরের এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় ৪ হাজার ৯২২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডের এ পরীক্ষায় ৮৮ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এ বছর এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় মোট ১ হাজার ৮১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬৭৭ কেন্দ্রে অংশগ্রহণ করেছিলেন ১ লাখ ১৪ হাজার ৩৮২ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৭৫৬ জন শিক্ষার্থী।
গতবছর অর্থাৎ গতবছর এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় ৬ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।