২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথমপত্রের চূড়ান্ত সিলেবাস এবং মানবন্টন নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি নতুন এ সিলেবাস চূড়ান্ত করেছে। বিষয়টি জানিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট তিন অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পরিমার্জিত সিলেবাস সংক্রান্ত চিঠি প্রকাশ করেছে।
জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের বারোটি করে গদ্য ও পদ্য নির্বাচন করা হয়েছে। আর ইংরেজি প্রথম পত্রের মূল্যায়নের অংশ হিসেবে English For Today পাঠ্যপুস্তকে নতুন করে সংযোজিত 'Reading for Pleasure' অংশটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
এনসিটিবির চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবাইকে অবহিতকরণ ও পরবর্তী কার্যার্থে বাংলা প্রথম পত্রের পাঠ্যসূচি ও ইংরেজি প্রথমপত্র বিষয়ের নম্বর বণ্টন পাঠানো হলো।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।