যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’পালন করেছে যশোরের রায়মানিকের এ কে বিশ্বাস ড্রিম স্কুল এন্ড কলেজ । দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
ভোর ৬ টা ৩০ মিনিটে প্রভাতফেরির মধ্যে দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর একুশে ফেব্রুয়ারির চেতনা ও বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
২১ এর চেতনায় সুখী, উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা যশোর শহীদ মসিয়ুর রহমান আইন মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কেরামত আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ এস এম জিল্লুর রশীদ।
এছাড়া প্রতিষ্ঠানের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।