নীলফামারীর আলিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্র থেকে দাখিলের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় নকল করায় ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সকালে দাখিল পরীক্ষা চলাকালীন এ কেন্দ্র পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। এসময় তিনি বিভিন্ন কক্ষ থেকে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় বসা শিক্ষার্থীদের বহিষ্কার করেন।
সদর উপজেলার মাদারাসা শিক্ষার্থীদের একমাত্র পরীক্ষা কেন্দ্রটিতে ৩৮টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এতে মোট পরীক্ষার্থী সংখ্যা ৯৫৩ জন বলে জানা গেছে।
বুধবার আরবি ২য় পত্র পরীক্ষায় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৭৭৩ জন। বহিষ্কৃত পরীক্ষার্থী আর কোনো পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন না।
বহিষ্কৃতদের মধ্যে, প পুকুর আলিম মাদরাসায় এক শিক্ষার্থী (রোল ১৭৫৭০৭), উত্তরাশশী দাখিল মাদরাসায় এক শিক্ষার্থী (রোল ১৭৫৭২৮), বড়াইবাড়ী দাখিল মাদরাসায় দুই শিক্ষার্থী (রোল ১৭৬০৭৩ ও ১৭৬০৮৩), পলাশবাড়ী দাখিল মাদরাসায় চারজন (রোল ১৭৬১৪৬, ১৭৬১৫১, ১৭৬১৫৭ ও ১৭৬১৫৯), দুবাছরি দাখিল মাদরাসায় দুইজন (রোল ১৭৬১৭১ ও ১৭৬১৭৫), কিসামত চড়াইখোলা দাখিল মাদরাসায় একজন (রোল ৪১৭৪৫৯) ও নতিবাড়ী দাখিল মাদরাসার একজন (রোল ৪১৭৪৭০)।
নীলফামারী আলিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মোহাম্মদ মুছা দৈনিক শিক্ষাডটককে ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তথ্যটি নিশ্চিত করেছেন।