ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশীদের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে সাময়িক বরখাস্তকালীন সময়কে কর্তব্য পালনকাল হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।
১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বরখাস্তের আদেশ প্রত্যাহারের কথা জানানো হয়। গত বছর ছাত্রলীগের তিন নেতাকে শাহবাগ থানায় নিয়ে মারধরের ঘটনায় তিনি সাময়িক বরখাস্ত হয়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের পত্রের পরিপ্রেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো।