ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগে সাম্প্রতিক পুলিশের রমনা বিভাগ থেকে প্রত্যাহারকৃত এডিসি হারুন অর রশিদের যথাযথ বিচারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা’ সূর্য সেন হল শাখা ছাত্রলীগ।
রোববার হল শাখা ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান সোহান ও সাধারণ সম্পাদক সিয়াম রহমান স্বাক্ষরিত নিন্দা ও প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইম এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিমের ওপর গতকাল (শনিবার) রাতে পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের নেতৃত্বে শাহবাগ থানায় তুলে নিয়ে অমানবিক এবং নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়। মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগ পুলিশের কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা জানায়।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ পুলিশের মতো মহান পেশাকে মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগ সর্বদা সম্মান করে, তবে যারা এই মহান পেশাকে কলুষিত করতে চায় তারা দেশের শত্রু। ইতোমধ্যেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে অভিযুক্ত এডিসি হারুন অর রশিদকে রমনা জোন থেকে প্রত্যাহার করা হয়েছে। শুধু প্রত্যাহার নয়, মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগ তার যথাযথ বিচারের দাবি জানায়।
প্রসঙ্গত, গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে নারীঘটিত একটি ঘটনার জেরে শাহবাগ থানায় ধরে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।