এদারাতুল মা’আরিফ মাদরাসায় হিফজুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত দৈনিক শিক্ষা

এদারাতুল মা’আরিফ মাদরাসায় হিফজুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

চট্টগ্রামের এদারাতুল মা’আরিফ মাদরাসার আয়োজনে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের এদারাতুল মা’আরিফ মাদরাসার আয়োজনে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠানটি আগ্রাবাদ এক্সেস রোড গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারের সি ওয়ার্ল্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সুনামধন্য শিল্প উদ্যোক্তা অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদরাসা হেফজখানা এতিমখানা দাতব্য চিকিৎসালয়সহ বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নীরব দানবীর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক চট্টগ্রামস্থ বাশার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু। 

প্রধান আলোচক ছিলেন জামিয়াতুন নুর আল-আলমিয়্যাহ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ। বিশেষ অতিথি ছিলেন সিএমপি চটগ্রাম কোতোয়ালি সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজর রহমান। 

আবুল বশর আবু বলেন, আমাদের জীবনের প্রত্যেকটা কাজ কোরআন হাদিসের নির্দেশনা মোতাবেক করতে হবে তখন সেসব কাজ এবাদতে গন্য হবে। আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন,রাষ্ট্রীয় জীবন প্রত্যেক ক্ষেত্রে ইসলামি তাকওয়াভিত্তিক জীবন ব্যবস্থা  চালু করতে পারলেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে একটি নতুন দেশ পেয়েছি এদেশকে আমরা আর বিপদগামী হতে দিতে পারি না। এদেশে ৯২ শতাংশ মুসলমান। সুতরাং মুসলমান হিসেবে অন্যান্য ধর্মালম্বীদেরকে তাদের ধর্ম কর্ম ও সব নাগরিক অধিকারের সুযোগ দিতে হবে, যোগ করেন তিনি বা তারা যেন না ভাবে তারা সংখ্যালগু বা অন্য কিছু সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। কারন পবিত্র  কোরআন মানব জাতীর ধর্মগ্রন্ত, নবী করিম (স.) আমাদের নেতা এবং পদ-পদর্শক। 

তিনি আরো বলেন, বাংলাদেশে আগামীতে যে দল ক্ষমতায় আসবে তাদের মনে রাখতে হবে এদেশের জনগণ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান সঠিকভাবে দেশ পরিচালনা করার জন্য, কারো প্রতি বৈশম্য সৃষ্টি করে, ক্ষমতার অপব্যবহার করে,  দুর্নীতি করে, ব্যাংক লুট করে, হাজার হাজার কোটি টাকার অবৈধ মালিক হওয়ার জন্য নয়।

অনুষ্ঠান শেষে সমগ্র দেশ ও জাতির সুখ সমৃদ্ধি ও মঙ্গলের জন্য মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়।