নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘ব্রেইন হেলথ রিসার্চ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে এনএসইউসহ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরা অংশ নেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে ও ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালাতে এপিডেমিওলজি, নিউরোসাইকোলজিকাল এবং মানসিক স্বাস্থ্যের উপর আলোচনা হয়।
এ ছাড়া, নিউরোকগনিটিভ গবেষণার জন্য একটি গবেষণা প্রোটোকল কীভাবে লিখতে হয়, নিউরোকগনিটিভ টেস্টের অ্যাপ্লিকেশনস উপস্থাপন, প্রদর্শন এবং ট্রায়াল হয় এ কর্মমালায়। এতে দেশের ২১টি প্রতিষ্ঠানের শতাধিক প্রশিক্ষণার্থী এবং স্যাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীর একটি দল অংশগ্রহণ করে।
আয়োজকদের দাবি, দিনব্যাপী এই কর্মশালা নিউরোকগনিটিভ এবং নিউরোবিহেভিয়ারাল গবেষণায় নতুন প্রজন্মের গবেষকদের আগ্রহ তৈরি করবে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এনএসইউর স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. হাছান মাহমুদ রেজা। এ ছাড়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের স্যাম হিউস্টন স্টেট ইউনিভার্সিটির ড. খালিদ এম খান, বিএসএমএমইউ'র ড. খালিকুজ্জামান, আইসিডিডিআরবি মতলব হাসপাতালের প্রধান ড. আল ফজল খান এবং এনএসইউর পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন হাওলাদার।