নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) প্রধান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টির সিনে এন্ড ড্রামা ক্লাবের প্রযোজনায় নাট্যকার তানভীর নাহিদ খানের নির্দেশনায় সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক রক্তকরবী মঞ্চায়িত হয়।
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রক্তকরবী গাছের নিচে বসেছিল কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক রক্তকরবী’র টিকিট বুথ।
নাটকটির প্রথম প্রদর্শনী হয় গত ২৪ বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে। এতে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ইসমাইল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্যরা, ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ারস গৌর গোবিন্দ গোস্বামীসহ অতিথিরা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
রক্তকরবী মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সাংকেতিক নাটক। নাটকটি বাংলা ১৩৩০ খ্রিষ্টাব্দের শিলং-এর শৈলবাসে রচিত। তখন এর নামকরণ হয়েছিল যক্ষপুরী। ১৩৩১ সনের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন এর নাম হয় রক্তকরবী। মানুষের অসীম লোভ কীভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কীরূপ ধারণ করেছে এরই প্রতিফলন ঘটেছে এ নাটকটিতে।
প্রদর্শনী শেষে ক্লাবের প্রেসিডেন্ট মোহতাসিম আন নাফি বলেন, ‘রবীন্দ্রজয়ন্তী উৎসবকে কেন্দ্র করে গত ৪ এপ্রিল নাটকটির মহড়া শুরু হয়। রক্তকরবী'র দ্বিতীয় প্রদর্শনী হলো এবার। এই প্রথম পারফরমারদের নিয়ে রমজান মাসে রিহার্সাল করা খুবই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এনএসইউ অথরিটি ও আমাদের ফ্যাকাল্টি অ্যাডভাইজার সাঈদ স্যারের দিকনির্দেশনায় আমরা সফলভাবে নাটকটি মঞ্চায়ন করতে পেরেছি।’
ক্লাবটির ফ্যাকাল্টি অ্যাডভাইজার প্রফেসর ড. সাঈদ উজ জামান খান বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যারা অভিনয় করেছে তাদের কেউই কিন্তু প্রফেশনাল অভিনেতা নয়। নেই নাট্য সংশ্লিষ্ট কোন বিভাগ, তারপরও আমাদের শিল্পমান দেখে অনেকেই তা বিশ্বাস করতে চায় নাই। এর কারণ শিক্ষার্থীদের এক মাসের অক্লান্ত পরিশ্রম।’
সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটি সিনে এন্ড ড্রামা ক্লাব ২৫ বছর অতিক্রম করেছে। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত অনুবাদক, লেখক এবং শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সেলিমের হাত ধরে ১৯৯৬ খ্রিষ্টাব্দের ২৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত ক্লাবটি এরই মধ্যে সুস্থ সুন্দর সাংস্কৃতিক চর্চায় বেশ সুনাম কুড়িয়েছে।