নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) ও ইনফোসিস্টেম টেকনোলজি লিমিটেডের সহযোগিতায় 'দ্য ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রাম- অন স্কিল ডেভেলপমেন্ট' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ সেমিনার অনুষ্ঠিত হয়। পরে এনএসইউ কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খসরু মিয়ার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফোসিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারপার্সন সাবিনা ইয়াসমিন, ইনফোসিস্টেম টেকনোলজি লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার আল আওশাদ হিমেল এবং মোহাম্মদ হাবিবুর রহমান।
এনএসইউ কর্তৃপক্ষ বলছে, অংশগ্রহণকারীদের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে উচ্চ চাহিদা সম্পন্ন ক্ষেত্রগুলোর ব্যাপারে অবগত করাই ছিলো এই সেমিনারের লক্ষ্য। এতে পেশাদার ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্ট (পিডিসিএম) প্রশিক্ষণ, ডিজিটাল বিপণন, ডেটা সায়েন্স, পাইথন, ওরাকল, মাইক্রোসফ্ট অফিস দক্ষতা এবং ব্লকচেইন সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর উপর প্রশিক্ষণ দেয়া হয়।
সেমিনারে সমাপনী বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের (এসইপিএস) ও ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (সিপিসি) সমন্বয়ক ড. মোহাম্মদ মনির উদ্দিন।