নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) একাডেমিক ও গবেষণা প্রকল্পে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ওই সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম ও সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। পরে এনএসইউর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, এই চুক্তি এনএসইউর একাডেমিয়া ও গবেষণায় শ্রেষ্ঠত্ব অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সিপিডির সঙ্গে যৌথ গবেষণা যুগান্তকারী ফলাফল বয়ে আনবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ড. ফাহমিদা খাতুন বলেন, এনএসইউর সঙ্গে সিপিডির চুক্তি নতুন নতুন গবেষণা ও জ্ঞান বিনিময়ে সিপিডির অঙ্গীকারের প্রমাণ। এটি উভয় প্রতিষ্ঠানের জন্য যে সুযোগ তৈরি করবে তা নিয়ে আমরা আগ্রহী। তরুণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একসাথে কাজ করতে চাই।
সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সহযোগিতা সিপিডির গবেষণা এবং টেকসই উন্নয়নের পক্ষে কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এনএসইউর সঙ্গে একযোগে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে কাজ করবো।
এনএসইউর এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক ড. ক্যাথরিন লির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে এনএসইউর স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ড. হাসান মাহমুদ রেজা, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. হেলাল আহমেদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. জাভেদ বারী, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান, পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ফ্যাকাল্টি মো. সায়ান সাদিকসহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।