গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মেধা তালিকায় প্রথম হয়েছেন কুড়িগ্রামের সিজরাত জাহান প্রকৃতি। সিজরাত কুড়িগ্রাম সদর উপজেলার হিঙ্গনরায় হাটিরপাড় এলাকার বাদল আহমেদ ও ফিরোজা আহমেদ দম্পতির মেয়ে।
জানা গেছে, ঢাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ইউনিটের ভর্তি পরীক্ষায় সিজরাত মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ ৮৩ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। তার মোট স্কোর ১০৩ দশমিক ২৫। ব্যবসায়ী বাবার মেয়ে সিজরাত কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ খ্রিষ্টাব্দে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ এবং ২০২২ খ্রিষ্টাব্দে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
সিজরাতের বাবা বাদল আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মেয়ের প্রথম হওয়ার খবরে আমরা আনন্দিত। তবে সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে তা এখনো চূড়ান্ত হয়নি। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান’ ইউনিট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। তার ইচ্ছা আইন বিষয়ে পড়ার। এজন্য বাকি বিশ্ববিদ্যালয়েরে ভর্তি পরীক্ষাগুলোর ফলের জন্য সে অপেক্ষা করছে। সেগুলোর ফল প্রকাশ হওয়ার পর সে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।