হামলা ও ভাঙচুরের পরই রাজধানীর পুরান ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ২০২৫ খ্রিষ্টাব্দের প্রথম শ্রেণি ও নার্সারিতে ভর্তির লটারিও স্থগিত করা হয়েছে।
গতকাল সোমবার (২৫ নভেম্বর) কলেজের পৃথক দুই বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গত রোববার বিকেলে পুরান ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে হামলা ও ভাঙচুর চালানো হয়। এরপরই শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা জানান, কলেজের শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ ভাঙচুর করা হয়েছে। ক্যান্টিনেও হামলা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসংক্রান্ত সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার সব ধরনের ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ অতীব জরুরি এবং সময়সাপেক্ষ। সবকিছু অনুকূলে আসার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি শুরু হবে।’
প্রথম শ্রেণি ও নার্সারির লটারি স্থগিতসংক্রান্ত সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের প্রথম শ্রেণিতে (বাংলা ভার্সন) ও নার্সারি (ইংরেজি ভার্সন) ভর্তির জন্য নির্ধারিত লটারি ও ভর্তির তারিখ বিশেষ কারণবশত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।’
এর আগে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।