দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ২০২৩ খ্রিষ্টাব্দের এমএড ২য় সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মেজবাহ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, আগামী ২৭ জুন থেকে ১১ জুলাই এমএড ২য় সেমিস্টার পরীক্ষার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরুর ৪ বা ৫ দিন আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.ac.bd/admit) রোল ও রেজি. বিবরণী, ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র মুদ্রণ করে নির্ধারিত স্থানে পরীক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে ছবির ওপর অধ্যক্ষের স্বাক্ষর ও সীল দিয়ে প্রবেশপত্র বিতরণ করতে হবে।
প্রবেশপত্রে কোনো প্রকার ত্রুটি থাকলে পরীক্ষা আরম্ভের তারিখের আগে অবশ্যই সংশোধন করে নিতে হবে।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি পাঁচশত টাকার মধ্যে ৭৫ শতাংশ টাকা অর্থাৎ ৩৭৫ টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার ২-৩ দিন আগে রোল বিবরণীর প্রিন্টসহ (এক কপি) কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার জন্য অধ্যক্ষকে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।