যোগদানের পর দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও এমপিওভুক্তির খাতায় নাম লেখাতে পারেননি সিংড়া চলনবিল মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষক। তাই ওই শিক্ষককে এমপিওভুক্ত করতে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদকে ডিও লেটার দিয়েছেন।
লিখিত এ চিঠি থেকে জানা যায়, দেদার হোসেন ২০১৫ খ্রিষ্টাব্দ থেকে সিংড়া চলনবিল মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে কর্মরত। তবে এ শিক্ষক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এসটিআনসিএ) মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নন।
এমপিও নীতিমালা অনুযায়ী এন্ট্রি লেভেলের শিক্ষক পদে এসটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা যোগ্যতা অনুযায়ী এমপিওভুক্ত হবেন।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক মাউশি অধিদপ্তরের একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, দেদার এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ পাননি। যোগ্যতা অনুযায়ী সমন্বয়ের মাধ্যমে এমপিও পেতে পারেন।
প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি কলেজটির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক জাহেদুর রহমান মারা যান। এরপর থেকে কলেজটিতে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক পদ শূন্য। ফলে প্রভাষক হিসেবে দেদারকে ওই প্রতিষ্ঠানে এমপিওভুক্তকরণের অনুরোধ জানিয়ে ডিজিকে চিঠি দেন প্রতিমন্ত্রী পলক।