দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা শিরোনামে শিক্ষা মন্ত্রণালয়ের প্যাডে কয়েকটি কাগজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা এমপিও শিক্ষকদের বদলি নীতিমালার খসড়া বলে শিক্ষকদের কেউ কেউ দাবি করছেন। তবে এ ধরণের কোনো নীতিমালা বা নীতিমালার খসড়া এখনো প্রস্তুত করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
তারা বলছেন, যে কাগজের ছবি ভাইরাল হয়েছে তা ভুয়া। এটি নীতিমালা বা নীতিমালার খসড়া নয়। এমপিও শিক্ষকদের বদলি চালুর আলোচনা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খসড়া তৈরির দায়িত্ব পেলেও তা এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি। আর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগও এ ধরণের কোনো খসড়া এখনো তৈরি করেনি।
মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
তিনি জানান, এ ধরণের কোনো নীতিমালার খসড়া মন্ত্রণালয় করেনি। আমরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকেও কোনো খসড়া পাইনি। কিছু জটিলতায় শিক্ষকদের বদলির বিষয়টি আটকে আছে।
সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। গত অক্টোবর মাসে সভা করে এমপিও শিক্ষকদের বদলি চালুর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২০১৯ খ্রিষ্টাব্দে একবার বদলি নীতিমালার খসড়া করা হলেও তা আলোর মুখ দেখেনি।
গত ২২ অক্টোবর অনুষ্ঠিত সভায় এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালার খসড়া প্রস্তুত করার সিদ্ধান্ত হয়েছিলো। খসড়া প্রস্তুতের দায়িত্ব দেয়া হয়েছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। প্রাথমিকভাবে এমপিও শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির সুযোগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার খসড়ার সর্বশেষ অবস্থা জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, নীতিমালার খসড়া প্রস্তুত করতে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি খসড়া প্রস্তুত করছেন। উনার কাজ শেষ হলে খসড়া মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে। তারপর বদলির নীতিমালার খসড়া চূড়ান্ত করতে সভা ডাকা হবে। সেখানে সব বিষয় চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।