ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবুকে সংবর্ধনা দিতে একটি সরকারি বিদ্যালয়ের দুটি বিষয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে অবস্থিত সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমিতে এ ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে পরীক্ষা দুটি হওয়ার কথা ছিল।
স্থানীয় একাধিক সূত্র জানায়, আজ বিকেলে ওই বিদ্যালয়ের মাঠে নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরীকে সংবর্ধনা দেয় উপজেলা আওয়ামী লীগ। এ কারণে দুপুরে ষষ্ঠ ও অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার এক নোটিশে পরীক্ষা স্থগিত ও নতুন সময়সূচি জানানো হয়। ওই নোটিশের সর্বশেষে শুধু ‘প্রধান শিক্ষক’ লেখা ছিল। তবে প্রধান শিক্ষকের নাম ও স্বাক্ষর ছিল না।
নোটিশে লেখা ছিল, ‘ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামীকাল ৩০ নভেম্বর বুধবারের অষ্টম শ্রেণির বাংলা (১০১) এবং ষষ্ঠ শ্রেণির ইংরেজি প্রথম পত্র (১০৭) পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত অষ্টম শ্রেণির বাংলা পরীক্ষা ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট এবং ষষ্ঠ শ্রেণির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।’
সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন একই সঙ্গে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘বিদ্যালয় ও মাঠ পাশাপাশি অবস্থিত। চারপাশে মাইক ছিল। পরিবেশ না থাকায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। তা ছাড়া এটি কোনো পাবলিক পরীক্ষা নয়, নিজস্ব ব্যবস্থাপনার পরীক্ষা। আমরা পরীক্ষার পরিবর্তিত তারিখও জানিয়ে দিয়েছি। নির্দিষ্ট সময়ে পরীক্ষাগুলো শেষ করা যাবে। কোনো সমস্যা হবে না।’
এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণপদ ঘোষাল। তিনি বলেন, ‘এমনটি করতে হলে স্কুল কর্তৃপক্ষ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানাবে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে উপজেলা প্রশাসন এ বিষয়ে সিদ্বান্ত নেবে। তারা এ প্রক্রিয়া অনুসরণ করেছে কি না, তা সাংবাদিক হিসেবে আপনারা খতিয়ে দেখতে পারেন।’