চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে চার বোর্ডে মোট ১২ হাজার ১২১ শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে চারটি বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের ৬ হাজার ৪৫৮ শিক্ষার্থী, ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ৮১০ শিক্ষার্থী, চট্টগ্রাম বোর্ডের ২ হাজার ২৬৮ শিক্ষার্থী ও সিলেট বোর্ডের ১ হাজার ৫৮৫ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। তবে শুক্রবার বিকেল পর্যন্ত রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল ও দিনাজপুর বোর্ড বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেনি। গতকাল বৃহস্পতিবার বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
ঢাকা বোর্ড :
এ বোর্ডের ৬ হাজার ৪৫৮ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ৮২৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫ হাজার ৬৩১ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে।
ময়মনসিংহ বোর্ড :
এ বোর্ডের ১ হাজার ৮১০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ১৯৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৬১৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে।
চট্টগ্রাম বোর্ড :
এ বোর্ডের ২ হাজার ২৬৮ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ২৩৮ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৩০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে।
সিলেট বোর্ড :
এ বোর্ডের ১ হাজার ৫৮৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ৯৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৪৮৮ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে।
এ বছরের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে সরকার। এদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেয়া হবে।
জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেয়া হবে। বৃত্তির টাকা ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তিখাত থেকে নির্বাহ করা হবে। ২০২২ খ্রিষ্টাব্দের জুলাই থেকে ২০২৪ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তির সুবিধা পাবেন।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য চার বোর্ডে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।